মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : গতকাল শুক্রবার বিকাল ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের ‘আন নূর ফাউন্ডেশন’-এর উদ্যোগে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণি সভা সৈয়দপুর বাজারে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ সিলেট বিভাগের সহকারি মহাসচিব ও সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের কৃতিসন্তান ও বিশিষ্ট সাহিত্যিক মাওলানা শাহ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান নবীগঞ্জী, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসেমী, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, মাওলানা সৈয়দ সালীম আহমদ কাসেমী, হাফিজ মাওলানা মিসবাহ, মাওলানা রশিদ আহমদ, হাফিজ মাওলানা ত্বহা হুসাইন, হাফিজ মাওলানা আব্দুল বাছির জামিল, মাওলানা মারজান আহমদ, মাওলানা আখতার হুসাইন, মাওলানা আশিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন নূর ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম।