সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামে ‘করিমপুর জামেয়া ইসলামিয়া’ নামে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম সবক বুধবার গ্রামের জামে মসজিদ সংলগ্ন নতুন ঘরে উদ্বোধন করা হয়।
জেলার প্রথিতযশা আলেমেদ্বীন মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার উদ্বোধনী সবক প্রদান করেন।
করিমপুর জামে মসজিদের ইমাম ও মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুকদিরাই মাদরাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান চান্দিপুরী, চান্দিপুর মাদরাসার মুহতামিম মাওলানা নূরুদ্দীন আহমদ, হাফিয মাওলানা আহমদুল হক, হাফিজ মাওলানা আমিরুল হক, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা শামসুল হক ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, শায়খূল হাদিস মাওলানা রশিদ আহমদ, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মুহিব্বুল হক, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা শহিদুল রহমান, করিমপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী ইব্রাহীম মিয়া, আব্দুল আউয়াল, হাজিক মিয়া, আজিজুর রহমান, কমিটির সহ-সভাপতি শাহীনূর আলম, সদস্য শামসুল হক, মুখলিছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদারের আখেরি মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী সবক প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।