শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
ভাতগাঁও ভমবমি বাজার তাফসিরুল কোরআন পরিষদের আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় খলিফায়ে মাদানী শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাওলানা সুহাইল আহমদের সভাপতিত্বে ও মাওলানা জাকারিয়া মাহবুব ও মাওলানা ফখরুজ্জামানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর হবিবপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মোমিন জাহানপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিগলী মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিয মাওলানা সাইদুর রহমান, ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মাওলানা কাউছার আহমদ।
বক্তব্য রাখেন ভাতগাঁও ভমবমি বাজার তাফসীরুল কোরআন পরিষদের সহ-সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, ভমবমি মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক, সহ-সভাপতি তাফসীর পরিষদ ভাতগাও ভমবমি বাজার, মাওলানা আজিজুর রহমান গাগলাজুরী, মাওলানা আব্দুশ শহীদ, ভাতগাও উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা আফছর উদ্দিন জালিয়া, মাওলানা আলী আহমদ জিয়াপুরী, মাওলানা জুবায়ের আহমদ কেন্দ্রীয় মসজিদ ভাতগাও, মাসিক অক্ষর পত্রিকার সম্পাদক আবদুর রহমান জামী, সিদখাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুকিত জালালী, তাফসিরুল কোরআন পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক সিতু মিয়া, কচুয়ারগাও মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান, ইমাম মাওলানা আব্দুর রহিম ইমাম নবীনগর, মাওলানা শুয়াইব আহমদ জালিয়া, ইসলাহুল মুসলিমীন পরিষদ ভাতগাও-এর কোষাধ্যক্ষ মাওলানা ওয়েছ সাইফুল্লাহ, ভমবমি মাদরাসার শিক্ষক মাওলানা ইউসুফ আহমদ।
পরিশেষে মাওলানা সুহাইল আহমদ সাহেবের সমাপনী বক্তব্য ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।