শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে আদালত পাড়ায় জুতা নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তার ফাঁসির দাবিতে মিছিল করেছে উৎসুক জনতা। আজ রোববার শেষ সাক্ষ গ্রহণের জন্য রাজন হত্যা মামলার সকল আসামিকে আদালতে হাজির করা হলে সেখানে শত শত উৎসুক জনতা পাষ- কামরুলকে দেখার জন্য জড়ো হয়। আদালত সুত্রে জানা যায়, আজ রোববার তদন্তকারী কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার এর স্বাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে স্বাক্ষ্যগ্রহণ শেষ হচ্ছে। এ মামলায় ৩৮ জন স্বাক্ষীর মধ্যে ৩৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা’র আদালতে। অন্য দুই স্বাক্ষী রাসেল ও আরেকজনকে স্বাক্ষীর জন্য খুজে পায়নি পুলিশ। মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মফুর আলী জানিয়েছেন, সৌদি থেকে ফিরিয়ে আনা রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ গ্রেফতারকৃত সকল আসামিকে আজ সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। এদিকে আজ দুপুর ১২টা থেকে রাজন হত্যা মামলার শেষ কার্যদিবসের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাজন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- কামরুল ইসলাম, তার ভাই মুহিদ আলম, আলী হায়দার, শামীম আহমদ (পলাতক), তাজ উদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নগরীর জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ, জাকির ওরফে পাভেল ওরফে রাজু (পলাতক) ও আয়াজ আলী। গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে রাজনকে কামরুলের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয়।