বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
অদ্য বিকাল ৫টায় সিলেট নগরীর আম্বরখানাস্হ জসিম বুক হাউসে মাসিক অক্ষর সম্পাদক আবদুর রহমান জামীর সঞ্চালনায় ও হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসাইন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল গফুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ও গবেষক আবু-সালেহ আহমদ, বিশিষ্ট ছড়াকার ও সাহিত্যিক অজিত রায় ভজন, জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতক-এর প্রধান শিক্ষক আব্দুল মুকিত, ঝিগলী স্কুল এন্ড কলেজ ছাতক-এর সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লেখক ও গবেষক শায়খ তাজুল ইসলাম।
স্বাগত ব্যক্তব্য রাখেন জসিম বুক হাউসের সত্বাধীকারি মোঃ জসিম উদ্দীন, টিআই নিখিল জীবন চাকমা এসএমপি সিলেট, প্রিয় সিলেট ডটকম সম্পাদক নেছার আলম শামীম, কবি একে রাইয়ান, শাহজাহান সাজু, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট-এর সহকারি শিক্ষক আফিফা, মেহেদি ফজলে রাব্বী, কবি ও গল্পকার জেনারুল ইসলাম, প্রাবন্ধিক মোস্তাফিজ সৈয়দ, কবি মিমি আহমদ, নুসতার হক স্নেহা।
উপস্থিত ছিলেনক কবি ও গল্পকার জিয়াউর রহমান জিয়া, মুসলিম উদ্দীন, হাঃ কাউছার আহমেদ, রিমা বেগম, জোসনা বেগম, কবি তোফায়েল আহমদ প্রমুখ।