শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সৃনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের প্রভাবশালী দুইগ্রæপের মধ্যে গ্রাম্য আদিপত্য বিস্তার ও বাড়ির সীমানাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এক বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, গ্রামের ফিরোজ মিয়া শেখ ও আরজু খানের মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার খান গ্রæপের লোকজন শেখ গ্রæপের উপর আক্রমণ করে পার্শ্ববর্তী নগদীপুর গ্রামে। ফলে বৃহস্পতিবার দুপুর সোয়া ১১টায় আবারো উভয়পক্ষ বন্দুক যুদ্ধে নামে।
এ ঘটনায় আহতরা হলেন আছাদ খানের ছেলে হরমান খান (৫০), তার ছেলে তামজিদ খান (১৭), শফিক উল্লাহর ছেলে ছৈদ উল্লাহ (২৫), আব্দুল আউয়ালের ছেলে আব্দুল মনাফ (৪৮), মৃত আছির উল্লাহর ছেলে দুলাল (৩৫), মৃত রাশেদ খানের ছেলে শাবাজ খান (২৫)। এরমধ্যে হরমান খান, আব্দুল মনাফ ও শাবাজ খানকে সিলেটে পাঠানো হয়েছে এবং ছৈদ উল্লাহ, তামজিদ ও দুলালকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়টি শুনেছি, তবে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে কিনা নিশ্চিত নই।