শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াগাও বাজারে বর্ধিত সভা অনুষ্টিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মহিবুর রহমান শাহ। জামালগঞ্জ উপজেলা আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল খালেক এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আখতারুজ্জামান। প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল করিম, বিশেষ অতিথি ছাতক পৌর সভার সাবেক মেয়র ওয়াহিদ মনজু, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, আলহাজ্ব কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিকেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়া চৌধুরী বিপ্লব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও ভীমখালী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক আলী আমজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবু তাহের সহ ভীমখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ- নির্বাচন সাবেক জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা ইউসুফ আল আজাদ এর সুযোগ্য পুত্র ইকবাল আল আজাদ এর নৌকা মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করুন। আগামী ২০ অক্টোবর সারাদিন আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা তাই এই নৌকা মার্কা ভোট দিয়ে এলাকার উন্নয়ন করতে সহযোগিতা করুন।