সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ- নিবার্চনকে সামনে রেখে জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামে আলোচনাসভা অনুষ্ঠত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ইউনিয়নের চানপুর বাজারে আলোচনাসভা অনুষ্ঠত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজী মো. কাশেম আলী। জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সহসভাপতি মো. বশীর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম হোসেন।
প্রধান অতিথি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী, ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান তালুকদার, মহিলা যুবলীগের আহবায়ক শাহানা আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ প্রমূখ। প্রধান অতিথি করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য নৌকা মার্কা ভোট দিন।