মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় হতে (বিবিএ) সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য লন্ডন গেছেন ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের মরহুম সিরাজুল ইসলাম ও মোছাঃ পিয়ারা বেগমের মেয়ে এবং বিশিষ্ট রাজনীতিবিদ এনামুল কবীর এনামের ছোট বোন ফাহিমা সুলতানা।
তিনি এমবিএ ডিগ্রি গ্রহণ করার জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গত ২৭ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ বুধবার সকাল ৬টায় বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে পৌঁছেন।
ফাহিমা সুলতানা বলেন, আমি বিদেশে উচ্চ শিক্ষা সমাপ্তি করে দেশ ও জাতীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।
তাই আমি দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীসহ সকলের নিকট দোয়া প্রার্থী।।