বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
আমাার সুরমা ডটকম:
দিরাইয়ে মদসহ দুই নারীকে আটক করেছে দিরাই থানা পুলিশ। এছাড়া নিয়মিত পলাতক চার আসামীসহ সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দিরাই থানা সূত্রে জানা যায়, দিরাই থানায় কর্মরত এসআই মোঃ আজিজুর রহমান, এসআই গোলাম ফাত্তাহ মোর্শেদ চৌধুরী, এসআই মোঃ ফজলুল হকসহ অন্যান্য অফিসার ফোর্সগণ দিরাই থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সুনামগঞ্জের দিরাই উপজেলার কাদিরপুর গ্রামের জন্মদাতা পিতা-বরকত আলী, পালক পিতা-মোঃ হোসেন আলী ছেলে মোঃ সেলিম মিয়া সেলিম, আবু ছালেকের ছেলে মোঃ হৃদয় মিয়া, মোঃ মির্জা হোসেন মির্জা মিয়া; মোঃ জমির হোসেন জমির মিয়া গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এদিকে দিরাই থানায় কর্মরত এসআই রূপক কর্মকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানাধীন রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামে অভিযান পরিচালনা করে গচিয়া গ্রামের বাবাশাহর মাজার সংলগ্ন ফুলমতি ও পানমতি রবিদাস দ্বয়ের বাড়ির উঠানে মাটির নিচ থেকে ১৯ ফেব্রæয়ারি রাত ২০ ঘটিকার সময় ১৬০ লিটার চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশ উদ্ধার করেন। উক্ত ঘটনায় উল্লেখিত দুই মহিলার বিরুদ্ধে দিরাই থানায় নিয়মিত মামলা রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।