বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী মদফুনে মাক্কি রহ. প্রতিষ্ঠিত ও স্মৃতি বিজড়িত জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার ৬৩তম বার্ষিক সভা ১২ ফাল্গুন ১৪২৭ বাংলা মুতাবেক ২৫ ফেব্রুয়ারি ২০২১ ঈসায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জামেয়া ময়দানে অনুষ্ঠিত হবে।
সভায় ওয়াজ ফরমাবেন মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা হাসান জামিল ঢাকা, মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জীসহ নবীন-প্রবীণ উলামায়ে কেরামগণ।
উক্ত মহতী মাহফিলে আপনাদের সহানুভূতি ও শুভাগমন কামনা করেছেন জামেয়ার মুহতামিম মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম খান।