মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
সুইজারল্যান্ডে বোরকা’ নিষিদ্ধ হতে পারে এমন শঙ্কায় অস্বস্তিতে রয়েছে দেশটির মুসলিমরা। এ নিয়ে দেশটিতে আগামী ৭ মার্চ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় গণমাধ্যমে চালানো জরিপে দেখা গিয়েছে সুইজারল্যান্ডের মুসলিমরা মনে করেন, সমাজে তাদের একঘরে করে রাখার জন্যই এমন আইন প্রণয়ন করতে যাচ্ছে সুইস সরকার।
৩২ বছর বয়সী ভ্যালেন্টিনা নামের এক নারী আল-জাজিরাকে বলেন, আমি যখন নিকাব পরি তখন নিজেকে নিরাপদ মনে হয়। আমি মুসলিম হিসেবে এটাই আমার পছন্দের পোশাক।
সুইজারল্যান্ডে প্রস্তাবিত আইনে বলা হয়েছে কেউ জনসম্মুখে মুখ ঢাকতে পারবে না। কাউকে তাদের লিঙ্গের উপর ভিত্তি করে মুখ ঢাকতে পারবে না। তবে কোনো স্বাস্থ্যগত কারণ কিংবা ঐতিহ্যবাহী উৎসবে এই আইনের ব্যতিক্রম ঘটানো যেতে পারে বলেও সুইস আইনে বলা হয়েছে। সূত্র : আল জাজিরা