সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগিরা।
রবিবার সকালে জামালগঞ্জে মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান, চানপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে আবুল কাশেম (৩৪), একই গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে রিয়াশত আলী (৫০), একই গ্রামের রহম আলী ছেলে মুকবুল হোসেন (৪৭)। বাদী চানপুর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে আফাজ উদ্দিন (৫৫), তারেই ছোট ভাই আমির আলী (৫০)। বিবাদী আবুল কাশেম (৩৪), রিয়াশত আলী (৫০), মুকবুল হোসেন (৪৭) জানান, বাদী আফাজ উদ্দিন গাছ কাটার অভিযোগ দাখিল করেন।
জানা যায়, ১৩/৩/২১ ইং তারিখ চানপুর হারুন মার্কেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সালিশের রায় আসে বিবাদীর পক্ষে।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত ১৪/৩/২১ ইং তারিখে জামালগঞ্জ উপজেলা র্নিবাহী কর্মকর্তার বরাবর সরকারী গাছ কাটার অভিযোগ দাখলি করেন আমির আলী (৫০)। এতে উল্লেখ্য প্রায় ৩০টি গাছ কাটা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় ৫টি চারা গাছ কেটেছেন বিবাদীগণ।
বিশেষ সুত্রে জানা যায়, বন বিভাগের কোন গাছ রোপন করা হয়নি। বিবাদীগণ দাবী করেন, আমাদের জমির উপর রোপনকৃত ৫টি চারা গাছ ও আগাছা পরিস্কার করেছি ঘর নিমার্ণের জন্য। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।