শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী (৮০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুর ১২টায় সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর প্রথম জানাযার নামাজ মঙ্গলবার সকাল ৯টায় তাঁর গ্রামের বাড়ি দিরাই উপজেলার তাড়ল ঈদগাহ মাঠে ও দ্বিতীয় জানাযা বেলা সাড়ে ১১টায় দিরাই পৌর শহরের বিএডিসি মাঠে অনুষ্ঠিত হবে। পরে পৌর সদরের মজলিশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, আব্দুল হান্নান চৌধুরী ১৯৭৯ সালে দিরাই কলেজ প্রতিষ্ঠার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত সুনামের সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।