শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় চলায় ছাত্রলীগ নেতা রোমান মিয়া।
শনিবার (১৬ এপ্রিল) রোমান তার বাবাসহ কয়েকজনকে সাথে নিয়ে আলতাব আলীর বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ী ভাঙচুর ও নগদ অর্থসহ ঘরের জিনিষপত্র লোটপাট করে। হামলায় গুরুতর আহত হন আওলাদ আলী (৪৫) ও তার স্ত্রী।
এর আগেও আরেকবার রোমান ঐ বাড়ীতে হামলা চালালে উক্ত ঘটনার জন্য মামলা দায়ের করা হয়।
আজ ২য় ধাপে আবারো হামলা চালালে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ পুলিশ।
আটককৃতরা হলেন আজির উদ্দিন মেম্বারের গ্রুপের ৪ জন। তারা হলেন রুমান আহমদ (২৮), পিতা আজির উদ্দিন। সাজন মিয়া, পিতা মৃত মজুমদার আলী। শফিক আহমদ, পিতা দলু মিয়া। আজিজুর রহমান।
আলতাফ আলী গ্রুপের তারেক মিয়া, পিতা আলতাব আলীসহ আটককৃতদেরকে থানায় নিয়ে যায় পুলিশ।
আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়।