মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুনামগঞ্জের বড়মোহা গ্রামে কলেজ ছাত্র নাজিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বড়মোহা গ্রামবাসী।
শুক্রবার জুম্মার নামাজের পর বড়মোহা দারুলউলুম মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাউয়া ডিগ্রি কলেজের ছাত্র ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র নাজিমুল হককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান গ্রামবাসী। হত্যাকারীদের দ্রুতসময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে আইনশৃংখলা রক্ষাবাহিনির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের নেতৃত্বস্থানীয় সবাই।
উল্লেখ গত ২৭ জুন ক্রিকেট খেলার বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কলেজ ছাত্র নাজিমুল হককে দাঁড়ালো অস্ত্রের মাধ্যমে শাহী খান, ফয়সল খান, জুবেদ খান, হুসাই খা, দিলদার খান, তজু খান, সুন্দর খান গং আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় এই পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।