শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সুজাত আহমদ
সবার মতো আমিও আজ
টিকা দিলাম ভাই,
সবাই কিন্তু দিতে হবে
সরকারের আইন তাই।
টিকা নিলেও মরবে না মানুষ
এই কথাটা ভুল,
টিকার পরেও খালি হচ্ছে
অনেক মায়ের কোল।
করোনা নিয়ে চিন্তা করে
কোন লাভ নাই,
মৃত্যুর তরীর যাত্রী মোরা
যেতে হবে সবাই।
টিকা এবার নিতেই হবে
সরকারের আদেশ
নিরাপদে থাকবে পরিবার
করোনা মুক্ত দেশ।
সব চিন্তা ছাড়িয়া এখন
নবীর পথ ধর,
এদিক সেদিক না ঘুরিয়া
পাঁচ ওয়াক্ত নামাজ পড়।