শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আফগান ইস্যুতে নিজেদের এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ন্যাটোর মিত্র দেশের পরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ব্লিনকেন বলেন, আফগানিস্তানে আঙ্কারা-ওয়াশিংটন একসঙ্গে কাজ করে যাচ্ছে। এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
আর কাভুসোগলু বলেছেন, তালেবান নেতাদের হাতে চলে যাওয়া আফগান ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে সবসময়ই সহযোগিতা দিয়ে যাবে তুরস্ক। পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতাও জোরদার করা হবে।