রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দেশের বাজারে ফের কমলো সোনার দাম

দেশের বাজারে ফের কমলো সোনার দাম

index_103010আমার সুরমা ডটকম : বাংলাদেশের ব্যবসায়ীরা ফের সোনার দাম কমানোর ঘোষণা দিলেন। ভরিপ্রতি দেড় হাজার টাকা বাড়ানোর এক মাসের মধ্যেই দাম কমানেরা পথে হাঁটছেন স্বর্ণ ব্যবসায়ীরা। রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব মানের সোনার দাম ভরিতে ১,২২৫ টাকা করে কমানোর কথা জানিয়েছে। রুপার দামও কমেছে ভরিতে ৫৮ টাকা। নতুন ঘোষিত এ দর সোমবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে দেড় হাজার টাকা বাড়ানো হয়েছিল। সোমবার থেকে সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪২ হাজার ৫১৫ টাকা। এখন এ মানের স্বর্ণের দাম ৪৩ হাজার ৭৪০ টাকা টাকা। প্রতি ভরিতে দাম কমছে ১ হাজার ২২৫ টাকা। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪১ হাজার ৬৪০ টাকার বদলে ৪০ হাজার ৪১৬ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রেও প্রতি ভরিতে দাম কমছে ১ হাজার ২২৪ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ১ হাজার ২২৫ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৪ হাজার ৯৯২ টাকা। সোমবার থেকে তা বিক্রি হবে ৩৩ হাজার ৭৬৭ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২৩ হাজার ৯১১ টাকার বদলে নতুন দাম অনুযায়ী ২২ হাজার ৬৮৬ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রেও ভরিতে দাম কমছে ১ হাজার ২২৫ টাকা। স্বর্ণের পাশাপাশি সোমবার থেকে রুপার (ক্যাডমিয়াম) দামও কমছে। এখন প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা হলেও কমার পর তা হবে ৯৩৩ টাকা। প্রতি ভরিতে ৫৮ টাকা কমেছে। প্রচলিত মানদ-অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোনো মানদ-নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com