মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে সারাদেশে একজনও মারা যাননি। কোভিড-১৯ আঘাত হানার পর এই প্রথম মৃত্যুশূন্য একটি দিন দেখেছে বাংলাদেশ। তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন রোগী।
শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (কোভিড ইউনিট) ডা. মো. ইউনুস সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। এরপর থেকে চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত করোনায় মৃত্যু হয়নি এমন কোনো দিন ছিল না। সবশেষ গতকাল মৃত্যু হয় সাতজনের।