সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে শুক্রবার ভোর ৫টা ৪৬ মিনিটের সময় প্রবল ভুকম্পন অনুভুত হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪৬ মিনিটের সময় ভুকম্পনে ঘর-বাড়ি কেঁপে ওঠে। পরপর দুটি শক্ত ঝাকুনিতে আতঙ্কিত মানুষ ঘরের বাইরে বেরিয়ে যায়।দিশাহীন লোকজন আজান আর উলুধ্বনি ও কাশা বাজানো শুরু করে। ভুকম্পনে জেলার বিভিন্ন স্থানে কিছু ঘর-বাড়ি ও সীমানা দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া তাৎক্ষনিকভাবে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন বলেন, জেলার কোথাও বড় ধরনের কোন দূর্ঘটনার খবর পাইনি। ভুকম্পনের শক্ত ঝাকুনি ছিলো। আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমাদের থানাগুলোয় পুলিশ সতর্ক রয়েছে-যোগ করেন এ কর্মকর্তা।