বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

দিরাইয়ে ইউনিয়ন নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করলেন

amarsurma.com
চট্টগ্রাম-১০ আসেন প্রতীক বরাদ্দ, চলছে গণসংযোগ

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দেশে অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নে মোট ৬০ জন চেয়ারম্যান, ৩৬৭ জন সাধারণ সদস্য ও ১০৯ জন সংরক্ষিত আসনের সদস্য পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা জমা দেন।
দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে ৬ জন, তারা হলেন মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ আতিকুর রহমান, মোঃ বদরুল আলম, জাহাঙ্গীর চৌধুরী, শৈলেন্দ্র কুমার তালুকদার, বর্তমান চেয়ারম্যান মোঃ রেজুয়ান হুসেন খান। ভাটিপাড়া ইউনিয়নে ৬ জন, তারা হলেন মোঃ রুহুল আমিন তালুকদার, বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাজাহান কাজী, মোঃ শিব্বীর আহমদ, বদরুল ইসলাম চৌধুরী, মাহমুদুল হাসান চৌধুরী, বিজিত চন্দ্র দাস। রাজানগর ইউনিয়নে ৬ জন, তারা হলেন মোঃ রানা মিয়া, জহিরুল ইসলাম, মোঃ রুনু মিয়া সর্দার, নওশেরান চৌধুরী, মোঃ নূরুল আমিন, মোঃ সফিকুল হক তালুকদার। চরনারচর ইউনিয়নে ৭ জন, তারা হলেন রুকনুজ্জামান জহুরী, তুরাব আলী, জগদীশ সামন্ত, সামছুল আলম তালুকদার, পরেশ লাল দাস, রতিকান্ত দাস, পরিতোষ রায়। দিরাই সরমঙ্গল ইউনিয়নে ৮ জন, তারা হলেন বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী, মোঃ মোয়াজ্জেম হোসেন, কানুলাল দাস, সেলিম মিয়া, রঞ্জিত রায়, তপন কান্তি তালুকদার, কৃষ্ণকান্ত রায়, আবুল বশর। করিমপুর ইউনিয়নে ৭ জন, তারা হলেন মোঃ রামীম চৌধুরী, মোঃ সিজিল মিয়া, মোঃ আতাউর রহমান বাদশা, তপু দাস, মোঃ নজরুল ইসলাম, মোঃ সেলিম সরদার, লিটন চন্দ্র দাস। জগদল ইউনিয়নে ৬ জন, তারা হলেন আব্দুল বাছিত, ইমদাদুল হক আরকান, তোফায়েল আহমদ, মোঃ জহিরুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, মোঃ হুমায়ুন রশীদ। তাড়ল ইউনিয়নে ৬ জন, তারা হলেন আলী আহমদ, মোঃ নূরুল হক তালুকদার, বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কশুুছ, মোঃ লাল মিয়া, মোঃ আকিকুর রেজা, মোঃ আহম্মদ চৌধুরী। কুলঞ্জ ইউনিয়নে ৮ জন, তারা হলেন মোঃ আনহার মিয়া, বর্তমান চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, পবিত্র মোহন দাস, মোহাম্মদ একরার হোসেন, চান মিয়া চৌধুরী, মোঃ মিলন মিয়া, মোঃ আলাউর রহমান তালুকদার, আবু সালেহ।
সাধারণ সদস্য পদে রফিনগর ইউনিয়নে ৩৬ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৩ জন। সাধারণ সদস্য পদে ভাটিপাড়া ইউনিয়নে ৩৫ জন, সংরক্ষিত আসনের সদস্য ১২ জন। সাধারণ সদস্য পদে রাজানগর ইউনিয়নে ৪১ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৫ জন। সাধারণ সদস্য পদে চরনারচর ইউনিয়নে ৫১ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৭ জন। সাধারণ সদস্য পদে দিরাই সরমঙ্গল ইউনিয়নে ৪০ জন, সংরক্ষিত আসনের সদস্য ৯ জন। সাধারণ সদস্য পদে করিমপুর ইউনিয়নে ৩৫ জন, সংরক্ষিত আসনের সদস্য ১০ জন। সাধারণ সদস্য পদে জগদল ইউনিয়নে ৩৮ জন, সংরক্ষিত আসনের সদস্য ৯ জন। সাধারণ সদস্য পদে তাড়ল ইউনিয়নে ৪০ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৩ জন। সাধারণ সদস্য পদে কুলঞ্জ ইউনিয়নে ৫১ জন, সংরক্ষিত আসনের সদস্য ১১ জন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্মসচিব (সিসি) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত গত ১০ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ি ২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, বাছাই ২৯ নভেম্বর সোমবার, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর সোমবার, ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থাকলেও এইচএসসি পরীক্ষার জন্য ২৬ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com