শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দেশে অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি মঙ্গলবার দিনভর প্রতীক বরাদ্দ দেয়া হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে প্রতীক প্রাপ্তরা হলেন মোঃ আতিকুর রহমান (মোটর সাইকেল), মোঃ বদরুল আলম (ঘোড়া), জাহাঙ্গীর চৌধুরী (আনারস), শৈলেন্দ্র কুমার তালুকদার (নৌকা)। ভাটিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাজাহান কাজী (চশমা), বদরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল), মাহমুদুল হাসান চৌধুরী (নৌকা), বিজিত চন্দ্র দাস (ঘোড়া)। রাজানগর ইউনিয়নে হলেন মোঃ রানা মিয়া (অটোরিকসা), জহিরুল ইসলাম (চশমা), মোঃ রুনু মিয়া সর্দার (আনারস), নওশেরান চৌধুরী (ঘোড়া), মোঃ নূরুল আমিন (মোটর সাইকেল), মোঃ সফিকুল হক তালুকদার (নৌকা)। চরনারচর ইউনিয়নে রুকনুজ্জামান জহুরী (চশমা), তুরাব আলী (ঘোড়া), জগদীশ সামন্ত (নৌকা), সামছুল আলম তালুকদার (মোটর সাইকেল), পরেশ লাল দাস (অটোরিকসা), পরিতোষ রায় (আনারস)। দিরাই সরমঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী (মোটর সাইকেল), মোঃ মোয়াজ্জেম হোসেন (চশমা), কানুলাল দাস (টেবিল ফ্যান), সেলিম মিয়া (ঘোড়া), রঞ্জিত রায় (নৌকা), তপন কান্তি তালুকদার (আনারস), কৃষ্ণ কান্ত রায় (মশাল)। করিমপুর ইউনিয়নে মোঃ সিজিল মিয়া (মোটর সাইকেল), মোঃ আতাউর রহমান বাদশা (ঘোড়া), তপু দাস (ঢোল), মোঃ নজরুল ইসলাম (আনারস), মোঃ সেলিম সরদার (চশমা), লিটন চন্দ্র দাস (নৌকা)। জগদল ইউনিয়নে আব্দুল বাছিত (ঘোড়া), ইমদাদুল হক আরকান (মোটর সাইকেল), তোফায়েল আহমদ (চশমা), মোঃ জহিরুল ইসলাম (হাতপাখা), বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ (আনারস), মোঃ হুমায়ুন রশীদ (নৌকা)। তাড়ল ইউনিয়নে আলী আহমদ (চশমা), মোঃ নূরুল হক তালুকদার (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুছ (টেলিফোন), মোঃ লাল মিয়া (আনারস), মোঃ আকিকুর রেজা (মোটর সাইকেল), মোঃ আহম্মদ চৌধুরী (নৌকা)। কুলঞ্জ ইউনিয়নে মোঃ আনহার মিয়া (টেলিফোন), বর্তমান চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান (টেবিল ফ্যান), পবিত্র মোহন দাস (ঘোড়া), মোহাম্মদ একরার হোসেন (মোটর সাইকেল), চান মিয়া চৌধুরী (আনারস), মোঃ মিলন মিয়া (নৌকা), মোঃ আলাউর রহমান তালুকদার (চশমা), আবু সালেহ (অটোরিকসা)।
এর আগে গত ২৫ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৬৭ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ১০৯ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ২৯ নভেম্বর বাছাইয়ে দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের একজনসহ ৩ জন ও ৩ জন সাধারণ সদস্যের মনোনয়নপত্র বাতিল হয়।
জানা যায়, সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রঞ্জিত রায়ের (নৌকা) বিরুদ্ধে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষের দেয়া ঋণ খেলাপীপত্র থাকায় তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। তাছাড়া বিধি অনুযায়ী অন্যান্য প্রার্থীগণ সকল তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়ন বাতিল হওয়া অন্য দুইজন হলেন দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ কান্ত রায় ও করিমপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রামীম চৌধুরী, করিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী দীপক রঞ্জন দাস, জগদল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী দেলোয়ার হোসেন ও ভাটিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সুহেদ আহমেদের মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যানসহ ১১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন রফিনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ রেজুয়ান হুসেন খান, মোঃ রিয়াজ উদ্দিন, ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ রুহুল আমিন তালুকদার, মোঃ শিব্বির আহমদ, সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডের মোঃ রাছিন চৌধুরী, দিরাই সরমঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল বশর, চরনারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে রতিকান্ত দাস, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের অনীল চন্দ্র দাস, জগদল ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুলাল মিয়া, মোঃ বাতির আলী, করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সঞ্জয় দাস।
তফসিল অনুযায়ি ২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, বাছাই ২৯ নভেম্বর সোমবার, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর সোমবার, ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থাকলেও এইচএসসি পরীক্ষার জন্য ২৬ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হবে।