শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে প্রতীক প্রাপ্তরা হলেন মোঃ আতিকুর রহমান (মোটর সাইকেল), মোঃ বদরুল আলম (ঘোড়া), জাহাঙ্গীর চৌধুরী (আনারস), শৈলেন্দ্র কুমার তালুকদার (নৌকা)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে চন্দন মজুমদার (টিউবওয়েল), ভূপতি তালুকদার (মোরগ), মনি লাল তালুকদার (আপেল), মোঃ মতিউর রহমান (ফুটবল), সুব্রত তালুকদার (ভ্যানগাড়ি), হরিধন তালুকদার (তালা), ২নং ওয়ার্ডে আবুল কাসেম (তালা), গোপাল চন্দ্র তালুকদার (আপেল), তাপস চন্দ্র তালুকদার (ফুটবল), বজলু মিয়া (ঘুড়ি), বাবুল সরকার (মোরগ), মোঃ মিজাজ মিয়া (ভ্যানগাড়ি), মোঃ মহসিন কবীর ইমন (টিউবওয়েল), ৩নং ওয়ার্ডে কুলবাশী চন্দ্র সরকার (তালা), নিপুন মিয়া (মোরগ), পথিক চৌধুরী (ফুটবল), রাকেশ চন্দ্র দাস (টিউবওয়েল), ৪নং ওয়ার্ডে মোঃ কুটি মিয়া (ফুটবল), মোঃ মোসকুর মিয়া (মোরগ), মোঃ ওয়াহিদুল ইসলাম (ফুটবল), মোঃ বদরুল আলম (মোরগ), ৬নং ওয়ার্ডে আব্দুল মতিন (আপেল), তোফায়েল আহমদ (মোরগ), মামুনুর রশিদ (ফুটবল), মোঃ নূর মিয়া (ঘুড়ি), মোঃ সুলেমান (টিউবওয়েল), মোঃ স্বাস্ত্য মিয়া (তালা), ৭নং ওয়ার্ডে ফটিক সরকার (মোরগ), মাসুক মিয়া (ফুটবল), ৮নং ওয়ার্ডে অহিভূষন তালুকদার (তালা), প্রেমানন্দ চৌধুরী (ফুটবল), সমর পুরকায়স্থ (টিউবওয়েল), ৯নং ওয়ার্ডে অজিত সরকার (টিউবওয়েল), নারায়ণ চক্রবর্তী (তালা), সন্দন সরকার (মোরগ), হরিধন তালুকদার (ফুটবল)। সংরক্ষিত সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে কমলা রানী তালুকদার (বই), জবা রাণী তালুকদার (তালগাছ), দুলালী তালুকদার (সূর্যমুখী ফুল), মোছাঃ কুলসুম (হেলিকপ্টার), রুমেনা বেগম (মাইক), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে জাহেরা বিবি (তালগাছ), জ্যোৎস্না আক্তার (বক), নুরেজা বিবি (সূর্যমুখী ফুল), মিনারুল আক্তার (মাইক), রফিকুন্নেছা (হেলিকপ্টার), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে কল্পনা সরকার (বক), নিয়াসা সরকার (মাইক), হাবিবা বিবি (তালগাছ) প্রতীকে প্রতিদ্বন্দ্বতা করছেন।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২০৮ জন, এরমধ্যে পুরুষ ৯ হাজার ২৯১ জন ও নারী ৮ হাজার ৯১৭ জন।