শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ভুলের খেসারত দিতে হবে এবার দিরাই সরমঙ্গল ইউনিয়নেও। দলীয় প্রতীক নৌকা পেয়েও নির্বাচনী বৈতরণী পার হওয়া নিয়ে যতেষ্ট সন্দেহ আছে এ ইউনিয়নের নৌকার ভোটারদের। এমনই মনোভাব ব্যক্ত করেছেন এ প্রতিবেদকের কাছে। তাদের দাবি, রাজনীতিতে সক্রিয় নন এমন ব্যক্তিকে নৌকা দিয়ে পার পাওয়া যাবে না। স্থানীয় উপজেলা কমিটি যাকে মনোনয়ন দিয়েছে, প্রার্থী বাছাইয়ের দিনেই তিনি ঋণ খেলাফির দায়ে বাতিল হয়ে যান। পরবর্তীতে আইনের আশ্রয় নিয়ে প্রার্থীতা বহাল করেছেন। এটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তাদের মতে, যদি দলের ত্যাগী কোন নেতাকে নৌকা প্রতীক দেয়া হতো, তবেই দলের মান-সম্মান রক্ষা করা যেত।
সূত্র মতে, চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে দিরাই সরমঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী (মোটর সাইকেল), মোঃ মোয়াজ্জেম হোসেন (চশমা), কানুলাল দাস (টেবিল ফ্যান), সেলিম মিয়া (ঘোড়া), রঞ্জিত রায় (নৌকা), তপন কান্তি তালুকদার (আনারস), কৃষ্ণ কান্ত রায় (মশাল)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে অষ্টম রায় (তালা), জিতেশ দাস (ভ্যানগাড়ি), দেবাংশু সরকার (ফুটবল), পরিমল দাস (টিউবওয়েল), বাদল বরণ তালুকদার (ঘুড়ি), মতিলাল দাস (আপেল)। ২নং ওয়ার্ডে আব্দুল খালেক (মোরগ), নিরাপদ দাস (আপেল), নিশিকান্ত দাস (ফুটবল), যুবুচন্দ্র দাস (তালা), নরেশ চন্দ্র দাস (টিউবওয়েল), রনেন্দ্র কুমার দাস (ঘুড়ি)। ৩নং ওয়ার্ডে অমলেন্দু রায় (আপেল), উত্তম তালুকদার (ফুটবল), রতীশ রায় (তালা)। ৪নং ওয়ার্ডে গুরুধন রায় (টিউবওয়েল), গোপেশ চন্দ্র দাস (মোরগ), নান্টু দাস (ফুটবল), নারায়ণ চন্দ্র দাশ (আপেল), সূর্যলাল দাস (তালা)। ৫নং ওয়ার্ডে আব্দুুল কাত্তার (ফুটবল), তেরাব আলী (মোরগ)। ৬নং ওয়ার্ডে নাজিম উদ্দিন (টিউবওয়েল), বিদ্যা দেবনাথ (মোরগ), সাহাব উদ্দিন (ফুটবল)। ৭নং ওয়ার্ডে তোতা মিয়া (মোরগ), মোঃ আক্কাছ আলী (টিউবওয়েল), মোঃ আজিজুল ইসলাম (আপেল), মোঃ জয়নুল হক (তালা), মোঃ লেচু মিয়া (ফুটবল)। ৮নং ওয়ার্ডে ওয়াহিদ আলী (আপেল), দুলাল আহমদ (তালা), বিলাল আহমদ (ফুটবল), মোঃ হান্নান মিয়া (মোরগ)। ৯নং ওয়ার্ডে মোঃ আফাজ উদ্দিন (ভ্যানগাড়ি), মোঃ আব্দুছ ছামাদ (মোরগ), মোঃ জমির উদ্দিন (তালা), মোঃ সিরাজ আলী (ফুটবল), শহিদুল ইসলাম (টিউবওয়েল), সাহেদ আলী (ঘুড়ি)।
সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে নিশা দাস (তালগাছ), রীনা দাস (মাইক)। ২নং ওয়ার্ডে বিভা রাণী দাস (তালগাছ), মোছাঃ সমতেরা বেগম (মাইক), শান্তিবালা দাস (সূর্যমূখী ফুল)। ৩নং ওয়ার্ডে মুর্শিদা বেগম (তালগাছ), মোছাঃ মদিনা বেগম (হেলিকপ্টার), মোছাঃ হালিমা বেগম (বই), সুহানী বেগম (মাইক)।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭০৯ জন, এরমধ্যে পুরুষ ৫ হাজার ৭৮০ জন ও নারী ৫ হাজার ৯২৯ জন।