বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
বিদ্রোহী প্রার্থীদের চাপে নৌকা প্রার্থীঃ উন্নয়নমুখি জনপ্রতিনিধি চান ভোটাররা

বিদ্রোহী প্রার্থীদের চাপে নৌকা প্রার্থীঃ উন্নয়নমুখি জনপ্রতিনিধি চান ভোটাররা

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দিরাই উপজেলার অবহেলিত ইউনিয়ন হিসেবে কুলঞ্জকে ধরা হলেও উন্নয়নের ক্ষেত্রে নীতি বৈষম্যের শিকার হয়ে আছেন বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ। এ বছর ইউনিয়ন নির্বাচনে তাই উন্নয়নমুখি জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাররা সচেতন বলে জানান। আর বিদ্রোহী প্রার্থীর চাপে সরকার দলীয় নৌকা প্রার্থী রয়েছেন চ্যালেঞ্জের মুখে। এমন অবস্থাই বিরাজ করছে কুলঞ্জ ইউনিয়নে।
চতুর্থধাপের চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে কুলঞ্জ ইউনিয়নে মোঃ আনহার মিয়া (টেলিফোন), বর্তমান চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান (টেবিল ফ্যান), পবিত্র মোহন দাস (ঘোড়া), মোহাম্মদ একরার হোসেন (মোটর সাইকেল), চান মিয়া চৌধুরী (আনারস), মোঃ মিলন মিয়া (নৌকা), মোঃ আলাউর রহমান তালুকদার (চশমা), আবু সালেহ (অটোরিকসা)।
এছাড়া সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আনু মিয়া চৌধুরী (মোরগ), জাকির হোসেন চৌধুরী (ঘুড়ি), মনজুর আলম চৌধুরী (ফুটবল), রথীশ দেবনাথ (টিউবওয়েল)। ২নং ওয়ার্ডে ফুলকাছ মিয়া (ঘুড়ি), মোঃ আব্দুল ওয়াদুদ খান তালুকদার (ফুটবল), মোঃ আজমল খান (তালা)। ৩নং ওয়ার্ডে মোঃ জাকারিয়া হোসেন (আপেল), মোঃ নোমান আমহদ (ফুটবল), মোঃ সানুর মিয়া (টিউবওয়েল), সৈয়দ আলী হোসেন (তালা)। ৪নং ওয়ার্ডে আব্দুল ওয়াদুদ (মোরগ), মোঃ আব্দুল মতিন চৌধুরী (টিউবওয়েল), মোঃ আলাল মিয়া (আপেল), মোহাম্মদ আশরাফ সিদ্দিক (ফুটবল), মোঃ রুবেল মিয়া (ঘুড়ি), মোঃ সোহেল রানা (তালা), শামীম আহমদ (বৈদ্যুতিক পাখা)। ৫নং ওয়ার্ডে আহাদ চৌধুরী (মোরগ), মাহবুব চৌধুরী (তালা), মোঃ মিজানুর রহমান চৌধুরী লিটন (টিউবওয়েল), মোঃ সাজ্জাদ মিয়া (ফুটবল)। ৬নং ওয়ার্ডে মোঃ আশরাফুল আমীন (টিউবওয়েল), মোঃ জহিরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), মোহাম্মদ জাকির হোসেন (আপেল), শাহনূর মিয়া (আপেল), সুফি মিয়া (মোরগ)। ৭নং ওয়ার্ডে আব্দুল আলীম (তালা), আব্দুল হাসিদ (টিউবওয়েল), নূরুল ইসলাম (আপেল), মোঃ আজিজুর রহমান (লাটিম), মোঃ ফখরুল আমিন (বৈদ্যুতিক পাখা), মোঃ দবির আহমদ (টর্চলাইট), মোঃ মনফর আলী (ঘুড়ি), মামুনুর রশিদ (মোরগ), মোহাম্মদ মহিম উদ্দিন (ফুটবল), মোঃ শাহাজাহান মিয়া (ভ্যানগাড়ি)। ৮নং ওয়ার্ডে অবিনাশ দাস (ফুটবল), আব্দুল হাকিম (বৈদ্যুতিক পাখা), ইন্দ্রজিত চক্রবর্তী (টিউবওয়েল), জাহাঙ্গীর আলম (লাটিম), প্রদীপ চন্দ্র দাস (আপেল), মোঃ আনোয়ার বখত চৌধুরী (মোরগ), মোঃ আব্দুর রব (ভ্যানগাড়ি), সুপাল চন্দ্র দাস (তালা)। ৯নং ওয়ার্ডে বিল্লোল চন্দ্র দাস তালুকদার (বৈদ্যুতিক পাখা), মজাঈদ আলী (আপেল), মোঃ ইলিয়াস মিয়া (ফুটবল), মোঃ হদিস খাঁ (মোরগ), রুপন চন্দ্র দাশ রায় (তালা), শেখ মোঃ এওর মিয়া (টিউবওয়েল)।
সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে মোছাঃ ফরিদা বেগম (মাইক), মোছাঃ রানা বেগম (হেলিকপ্টার)। ২নং ওয়ার্ডে মিনা আক্তার (কলম), মোছাঃ ডলি আক্তার (বক), মোছাঃ রশিদা বেগম (মাইক), মোছাঃ রাণী বেগম (তালগাছ), মোছাঃ হেলেনা বেগম (হেলিকপ্টার)। ৩নং ওয়ার্ডে ঝরণা আক্তার (হেলিকপ্টার), মনি রাণী দাশ (তালগাছ), শামছুন্নাহার (সূর্যমুখী ফুল), শিল্পী রাণী বর্মণ (মাইক)।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫৫ জন, এরমধ্যে পুরুষ ১১ হাজার ৩৪ জন ও নারী ১১ হাজার ২১ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com