শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
এবারের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দিরাইয়ে পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ। আর দাখিলে ৯৫ দশমিক ০৮ শতাংশ ও ভোকেশনালে ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এরমধ্যে উত্তীর্ণ হয় ২ হাজার ৭১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন, পাসের হার ৯৮ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া ৬টি দাখিল মাদরাসার ২২৪ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাসের হার ৯৫ দশমিক ০৮ শতাংশ। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ৬৮ জন অংশগ্রহণ করে, এরমধ্যে ৬৬ জন উত্তীর্ণ হয়, পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ।