শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪টি ইউনিয়নের মধ্যে ১টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছে। বাকী ২টিতে বিদ্রোহী প্রার্থী ও ১টিতে স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ীরা হলেন আটগাঁও ইউনিয়নে স্বতন্ত্র বিএনপি আব্দুল্লাহ আন নোমান (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক (নৌকা)। বাহারা ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী বিশ্বজিত চৌধুরী (নান্টু), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজল বরণ চৌধুরী (নৌকা)। হবিবপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রঞ্জিত দাস (নৌকা)। শাল্লা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুস সাত্তার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবুল লেইছ চৌধুরী (আনারস)।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব-বিজিবির সদস্য মোতায়েন ছিল।