মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া উপজেলা পরিষদের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনাসভা ইত্যাদি।
এদিকে দিরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতা আলতাব উদ্দিন, হাফিজুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।