শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
জেলা লিগ্যাল এইড’র উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় কারাগারে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা লিগ্যাল এইড ও কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, লিগ্যাল এইড’র উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে বুধবার বিকেল ৩টায় ঘন্টা ব্যাপী এক গণশুনানী অনুষ্ঠিত হয়।
সরকারী খরচে আইনগত সহায়তা গ্রহনে ইচ্ছুক বন্দীরা এ গনশুনানীতে নিজেদের বিভিন্ন ধরনের সমস্যা ও হয়রানীর কথা তুলে ধরেন। সরকারী খরচে আইনী সহায়তার কথা শুনলেও লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জের সাথে কারাবন্দীদের গণশুনানীর ঘটনা সম্পূর্ণ বিরল ও ব্যাতিক্রমী। সে জন্য এ সময় কারাবন্দীরা সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ প্রদানকারী জেলা লিগ্যাল এইড অফিসারকে সরাসরি পেয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও অসুবিধার কথা জানান।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জর্জ মোঃ জুনাইদ কারাগারের বন্দীদের আনীত বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, সমস্যা ও হয়রানী বিষয়ে অভিযোগ শুনে নোট নেন। এ সময় তিনি সরকারী খরচে লিগ্যাল এইড’র মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তরিকতার সাথে সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। গণশুনানির সময় রাঙামাটি জেলা কারাগারের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।