শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
ট্রেনের ধাক্কায় এক দিনেই কেড়ে নিল ১০ প্রাণ। ঢাকা-গাজীপুর রেলপথের ধীরাশ্রম এলাকার বাক্কিনখান এলাকায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আটজন নিহত হয়েছে। তার মধ্যে ৮ জনই একই পরিবারের বলে জানা গছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক রেললাইন ক্রস করছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ডেমু ট্রেনটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা আট যাত্রী নিহত হন। ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যে চলে গেছে।
ইনচার্জ জানান, রেলক্রসিংটি অননুমোদিত হওয়ায় কোনো সিগন্যাল বার ছিল না। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। অপরদিকে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে দুই অটোআরোহী। বৃহস্পতিবার রাতে এ ঘটনা বলে জানা যায়।