শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের
বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইউ.কে জমিয়তের বিক্ষোভ সমাবেশ

বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইউ.কে জমিয়তের বিক্ষোভ সমাবেশ

amarsurma.com
বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইউ.কে জমিয়তের বিক্ষোভ সমাবেশ

আমার সুরমা ডটকম ডেস্ক:

২৫ অক্টোবর শনিবার চরমপন্থী বর্ণবাদী শক্তি ইউকিপ, লন্ডনের টাওয়ার হামল্যাটস এলাকায় চরমপন্থা ও বর্ণবাদকে শ্লোগান বানিয়ে ননবৃটিশ উৎখাতের ষড়যন্ত্র বাস্তবায়নে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। টাওয়ার হামল্যাটস এলাকায় তাদের অপতৎপরতা বৃটিশ পুলিশ সফলভাবে রুখে দেয়।
এ সময় টাওয়ার হামল্যাটসের হাজার হাজার অধিবাসী ওয়াইটচ্যাপল এলাকায় রাস্তায় নেমে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে হাজার হাজার মানুষ বর্ণবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে তাদের প্রতিবাদ রেকর্ড করান। কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে নেতৃবৃন্দও টাওয়ার হামল্যাটস জমিয়তের ব্যানারে বিক্ষোভ সমাবেশ স্থলে একত্রিত হন।
এ সময় ইউ.কে জমিয়ত নেতৃবৃন্দ শান্তি ও নিরাপত্তার পক্ষে এবং বর্ণবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ার উদ্দেশ্যে তাঁদের ম্যাসেজ তুলে ধরেন। ইউ.কে জমিয়ত টাওয়ার হামল্যাটস শাখার সভাপতি মাওলানা হাফিজ মুহাম্মদ ইলিয়াস ও সেক্রেটারি মাওলানা নাজমুল হাসানের তত্বাবধানে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী বক্তব্য দেন ইউ.কে জমিয়তের সভাপতি দিরাই-শাল্লার কান্ডারী ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, ইউ.কে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, কমিউনিটি নেতা কে,এম আবু তাহের চৌধুরী, ইউ.কে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউ.কে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও হেকনী জমিয়তের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকার নিশ্চিত করতে ব্রিটেনের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। মাল্টি কালচারের দেশ হিসেবে এ দেশের পরিচিতি গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। লন্ডনের টাওয়ার হামল্যাটস এলাকা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐতিহাসিক সুনাম রক্ষা করে উন্নয়নের রোল মডেল হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com