২৫ অক্টোবর শনিবার চরমপন্থী বর্ণবাদী শক্তি ইউকিপ, লন্ডনের টাওয়ার হামল্যাটস এলাকায় চরমপন্থা ও বর্ণবাদকে শ্লোগান বানিয়ে ননবৃটিশ উৎখাতের ষড়যন্ত্র বাস্তবায়নে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। টাওয়ার হামল্যাটস এলাকায় তাদের অপতৎপরতা বৃটিশ পুলিশ সফলভাবে রুখে দেয়।
এ সময় টাওয়ার হামল্যাটসের হাজার হাজার অধিবাসী ওয়াইটচ্যাপল এলাকায় রাস্তায় নেমে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে হাজার হাজার মানুষ বর্ণবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে তাদের প্রতিবাদ রেকর্ড করান। কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে নেতৃবৃন্দও টাওয়ার হামল্যাটস জমিয়তের ব্যানারে বিক্ষোভ সমাবেশ স্থলে একত্রিত হন।
এ সময় ইউ.কে জমিয়ত নেতৃবৃন্দ শান্তি ও নিরাপত্তার পক্ষে এবং বর্ণবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ার উদ্দেশ্যে তাঁদের ম্যাসেজ তুলে ধরেন। ইউ.কে জমিয়ত টাওয়ার হামল্যাটস শাখার সভাপতি মাওলানা হাফিজ মুহাম্মদ ইলিয়াস ও সেক্রেটারি মাওলানা নাজমুল হাসানের তত্বাবধানে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী বক্তব্য দেন ইউ.কে জমিয়তের সভাপতি দিরাই-শাল্লার কান্ডারী ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, ইউ.কে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, কমিউনিটি নেতা কে,এম আবু তাহের চৌধুরী, ইউ.কে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউ.কে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও হেকনী জমিয়তের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকার নিশ্চিত করতে ব্রিটেনের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। মাল্টি কালচারের দেশ হিসেবে এ দেশের পরিচিতি গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। লন্ডনের টাওয়ার হামল্যাটস এলাকা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐতিহাসিক সুনাম রক্ষা করে উন্নয়নের রোল মডেল হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম।