বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সামন থেকে র্যালী বের হয়ে উপজেলা গণমিলনায়তন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাইয়ের কো-অর্ডিনেটর আতিক হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই সরকারি ডিগ্রি কলেজের অর্ধক্ষ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ বাবরা হ্যামলিন, দিরাই থানার চার্জ অফিসার নিউটন মৃধা, সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ মিয়া প্রমুখ।