মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পরই ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে বাংলাদেশ সরকারের আহবানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে। নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে গতকাল সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম। ওই চিঠি পাঠানোর একদিন পর মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে ফেসবুক কর্তৃপক্ষ রিপ্লাই দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তারানা হালিম বলেন, ফেসবুকের এশিয়া অঞ্চলের পলিসি অ্যাডভাইজর আঁখি দাশ আমাকে ই-মেইল করেছেন। চলতি মাসের ৬ বা ৭ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানান তারানা হালিম। ‘এখন আমরা তাদের আমন্ত্রণ জানাবো,’ বলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।