রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : জাতীয় অনলাইন নীতিমালা-২০১৫ চূড়ান্তকরণে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তথ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অনলাইন নীতিমালার খসড়ার ওপর সর্বসাধারণের মতামতের জন্য চলতি বছরের ২১ জুলাই তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গণমাধ্যম ও গণমাধ্যমের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা (স্টেকহোল্ডাররা) অনলাইন নীতিমালার খসড়ার ওপর তাদের মতামত দিয়েছেন। জমা হওয়া মতামতগুলোর পরিপ্র্রেক্ষিতে অংশীজনদের নিয়ে বৈঠক করার মাধ্যমে নীতিমালা চূড়ান্ত করতে চান মন্ত্রী। এর আগে অনলাইন নীতিমালার জন্য প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মাদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি থেকে প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের নেতৃত্বে গঠিত একটি উপ-কমিটি গঠন করা হয় খসড়া নীতিমালার জন্য। উপ-কমিটি খসড়া নীতিমালা জমা দিলে মূল কমিটি আলোচনা করে চূড়ান্ত খসড়া নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়। মন্ত্রণালয় সেটি ওয়েবসাইটে প্রকাশ করে মতামত আহ্বান করে। এখন নীতিমালা চূড়ান্তকরণে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।