সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সুনামগঞ্জে চারটি পৌরসভায় বিএনপির প্রার্থী যারা

সুনামগঞ্জে চারটি পৌরসভায় বিএনপির প্রার্থী যারা

images_104867আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের চারটি পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে দলের মনোনয়নের কপি প্রার্থীদের হাতে তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
জেলার চার পৌরসভার মধ্যে, সুনামগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এককপ্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করবেন সুনামগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, ছাতক পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে শামসুর রহমান শামসু, দিরাই পৌরসভায় মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও জগন্নাথপুর পৌরসভায় রাজু আহমদকে মেয়র প্রার্থী হিসেবে এককভাবে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হকের পরিচালনায় ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কালিম উদ্দিন মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, লন্ডন প্রবাসী ও জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, বিএনপি নেতা নজরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল আহমদ, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রশিদ আমিন প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে জেলার চারটি পৌরসভায় মেয়র পদে যে প্রার্থী ঘোষনা করা হয়েছে এই প্রার্থীদেরকে বিজয়ী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com