শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবে এক শিয়া ধর্মীয় নেতার শিরশ্ছেদ করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছেন, শিয়া নেতা নিমর আল নিমরকে হত্যার জন্য সৌদি আরবকে ‘চরম মূল্য’ দিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পর দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, এ শিরশ্ছেদের ফলে সৌদিআরবের ক্ষমতাসীন পরিবারের পতন হবে। সৌদ পরিবারকে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে খাতামি আরো বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই, এই খাঁটি রক্ত সৌদ পরিবারে ধস নামাবে এবং ইতিহাসের পাতা থেকে তাঁদের সরিয়ে দেবে।’ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিয়া নেতা নিমর ছাড়াও সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে আজ আরো ৪৭ জনকে কতল করেছে সৌদিআরব। এর বেশির ভাগ লোকই ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে জঙ্গি সংগঠন আল-কায়েদার হামলার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ সৌদিআরবের। সরকার বিরোধী বিক্ষোভের কারণে গত বছরের অক্টোবরেই নিমর আল নিমরের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছিল। তাঁর দণ্ডাদেশ কার্যকর না করতে সৌদিআরবকে সতর্ক করেছিল ইরান। ৪৭ জনকে কতলের বিষয়ে আজ সৌদিআরবের রাষ্ট্রীয় টেলিভিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সেই বিজ্ঞপ্তির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, মন্ত্রণালয় সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কতল হওয়া ৪৭ জনের নাম প্রচার করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কতল হওয়া দু’জনের মধ্যে এক মিসরীয় ও শাদের এক নাগরিক রয়েছেন। এতে আরো জানানো হয়, ৪৭ জনের মধ্যে আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাহানি রয়েছেন। তাঁকে ২০০৪ সালে আটক করা হয়েছিল।