মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ি বহরে হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। এ সময় গাড়িতে থাকা হাজী রহিম উল্যাহর সমর্থক সাগর, মাসুদ নামের তিন যুবলীগ কর্মী আহত হয়। গাড়ি ঘুরিয়ে সাংসদ রহিম উল্যাহ তার সমর্থকদের নিয়ে ফিরে দাঁড়ালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় তাদের নিবৃত্ত করতে গিয়ে ওসি তদন্ত মেজবাহ উদ্দিন মারাত্মক আহত হন। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭.৩০টায় সোনাগাজী উপজেলা আ’লীগের কার্যালয় থেকে এ হামলা চালনো হয়। জানা গেছে, দু’গ্রুপের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। পাঁচ হাত দূরত্বে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে গালমন্দ করছে। এতে সোনাগাজী বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ কারণে ব্যবসায়ীরা সব দোকান পাট বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সমর্থিত উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফেনী-৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহসহ আ’লীগের একাংশের সঙ্গে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা পর্যন্ত দু’গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।