শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপ একই সময়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়ায় সংঘর্ষ এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক ১৪৪ ধারা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক জানান, উপজেলা আওয়ামীলীগনেতা ও সংসদ সদস্য রতন গ্রুপের নেতা শামীম আহমদ মুরাদ এবং একই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস একই সময়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বরে করার প্রস্তুতি নেয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে দুপুর পৌনে ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।