শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার :
সুনামগঞ্জের শাল্লায় হাওরে নৌকা ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১ জন। নিহতরা হলেন উপজেলার দামপুর গ্রামের ইমরুল মিয়ার স্ত্রী শাফিনা বেগম (২৫) ও তার মেয়ে জরিনা বেগম (৫) ও একই গ্রামের শহিবুর রহমানের মেয়ে প্রীতি বেগম (৩) এবং নিখোঁজ রয়েছেন একই গ্রামের কবি মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা থেকে ইঞ্জিনচালিত একটি ছোট ডিঙ্গি নৌকায় ১১ জন যাত্রী নিয়ে শাল্লা উপজেলায় আসার সময় হাওরের মধ্যে বিকাল সাড়ে ৩টায় শাল্লা উপজেলার ছাপতা নামক একটি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পুরুষ যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছতে পারলেও মহিলা ও শিশু যাত্রীরা পানিতে ডুবে নিখোঁজ হয়। পুলিশ ৩ জনের লাশ উদ্ধার করে রোববার সন্ধ্যায় পরিবারে নিকট হস্তান্তর করেছে। ঘটনার খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতা প্রায় ৩ ঘণ্টাব্যাপি চেষ্টার পর সন্ধ্যা ৬টায় ২ শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। আর নিখোঁজ মহিলার লাশ উদ্ধারের জন্য চেষ্টা চলছে। শাল্লা থানার ওসি আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।