শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রীসে আসার সময় নৌকাডুবিতে মারা যাওয়া আয়লান কুর্দি নামে যে শিশুর মৃতদেহের ছবি সারা বিশ্বকে আলোড়িত করেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের একটি আদালত দুজন সিরিয়ান লোককে কারাদণ্ড দিয়েছে। তিন বছর বয়স্ক আয়লান কুর্দি তার পরিবারের সদস্যদের সাথে নৌকায় ইউরোপ যাবার সময় সাগরে নৌকা ডুবে মারা যায়। এতে আরো চারজন মারা গিয়েছিল। তুরস্কের বোদরুম সৈকতে পড়ে থাকা আয়লান কুর্দির মৃতদেহের ছবি সংবাদ মাধ্যমে আলোড়ন তোলে, এবং সিরিয়ান শরণার্থী সংকটের প্রতি বিশ্বের নজর ফেরায়।
দন্ডিত দুই ব্যক্তির নাম মুয়াফাকা আলাবাস এবং আসেম আলফ্রাহাদ, তাদের দু জনেরই বয়েস ত্রিশের কোঠায়। তাদেরকে চার বছরের বেশি মেয়াদের কারাদন্ড দেয়া হয়, তবে দুজনকে মানব-পাচারের দায়ে অভিযুক্ত করা হলেও ‘অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ থেকে’ খালাস দেয়া হয়েছে। বলা হয় এই দুই ব্যক্তি আয়লান কুর্দি, তার মা, ভাই এবং অন্য আরো দুজনকে পাচারের সাথে জড়িত ছিল। সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার সময় নৌকাডুবে গত বছর ৮০০-রও বেশি লোকের মৃত্যু হয়েছে। অভিবাসী সংকটকে কেন্দ্র করে তুরস্কের ওপর মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার জন্য চাপ বাড়ছে।
তুরস্ক বলছে তারা মানবপাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং ২০১৫ সালেই প্রায় সাড়ে ৪ হাজার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: বিবিসি