শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : হবিগঞ্জ জেলার বাহুবলে ফের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ মেলেনি। এদিকে ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তার মা। পরিবারের অন্য সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন আর বিলাপ করছেন। এ বিষয়ে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরিও করেছেন শিশুটির মা সাহেনা খাতুন দিলু। সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ওয়াহিদ খানের ছেলে ইকবাল খান সুমেল প্রায় এক বছর আগে শায়েস্তাগঞ্জের করিমপুর হাফিজিয়া মাদরাসায় ভর্তি হয়। মাদরাসার পাশেই তার মামা ফারুক মিয়ার বাড়ি। সেখানেই থাকা খাওয়া করতো। ১৭ মার্চ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে মাদরাসা থেকে ছুটি নিয়ে আসে। ছুটি শেষে ২০ মার্চ বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু ওই দিনই সে আবার মামার বাড়ি গিয়ে সেখান থেকে কাপড় চোপড় নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে বেড়িয়ে পড়ে। এরপর থেকে তার আর সন্ধান মিলছেনা।
এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সব স্থানেই তাকে খোঁজা হচ্ছে।