শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
দিরাইয়ে ফের সংঘর্ষ: মহিলাসহ আহত অর্ধশত

দিরাইয়ে ফের সংঘর্ষ: মহিলাসহ আহত অর্ধশত

asabs-maramaripic-30-04-2016আমার সুরমা ডটকম গ্রামের সাবেক ও বর্তমান মেম্বারের আদিপত্য বিস্তারের জের ধরে আবারো দিরাইয়ে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মহিলাসহ অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে, গুরুতর আহত উভয়পক্ষের ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ধলকুতুব গ্রামে। গ্রামবাসি ও দিরাই থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় গ্রামের দক্ষিণের ধান ক্ষেতে গ্রামের মশাররফ মিয়ার পাকা ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। সূত্র জানায়, গ্রামের বর্তমান মেম্বার তাজুল ইসলাম ও সাবেক মেম্বার সাজিদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে আদিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর আগেও গত জানুয়ারিতে এক সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এর জের ধরেই বেশ কিছুদিন থেকে সংঘর্ষ বাধার সম্ভাবনা চলে আসছে। বৈশাখের প্রথম থেকেই ধান কাটা নিয়ে একাধিকবার সংঘর্ষ বাধার আশঙ্কার মধ্যেই শনিবারের সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অর্ধশত আহত হয়। সাবেক মেম্বার সাজিদুর রহমানের পক্ষের আহতরা হলো ইউসুফ আলীর ছেলে শাফি আলম (২২), রুহুল আমীন (২৭), আব্দুল মুহিতের ছেলে সাদিকুর রহমান (২৬), আজগর আলীর ছেলে আবুল কাসেম (২৬), দরবেশ আলীর ছেলে হিফজুর রহমান (৩২), হাফিজুর রহমান (২৬), মৃত রহমত উল্লাহর ছেলে নূরুল হক (৩৭), মৃত আব্দুল্লাহর ছেলে আব্দুল হালিম (৬০), সাজিদুর রহমানের স্ত্রী মোছাঃ ফুলমালা বেগম (৪০), তার ছেলে রুহুল আমীন (২৮), মৃত মোবারক আলীর ছেলে আতর আলী (৫০), আব্দুল হামিদের ছেলে হারিছ আলী (৫৫), তার ছেলে জাহিদ আলী (২২), ইসমাঈল আলীর স্ত্রী মোছাঃ সাদিকা বেগম (৩৫), আব্দুল ওদুদের স্ত্রী মোছাঃ সাজেদা বেগম (৪০), জাকির হোসেনের স্ত্রী মোছাঃ শিরিনা বেগম (৩৫), মৃত রমজান উল্লাহর ছেলে ইফসুফ আলী (৫৫), মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল বাসিত (৪৪), আব্দুর রশিদের ছেলে কোহিল মিয়া (৩০)।
বর্তমান মেম্বার তাজুল ইসলামের পক্ষের আহতরা হলেন মৃত আব্দুল গফুরের ছেলে জাহির মিয়া (৩৫), আব্দুল খাছের ছেলে জয়নুদ্দিন (৩৬), শামছুল হকের ছেলে শাহিন মিয়া (৩০), মৃত আব্দুন নূরের ছেলে আক্কাস মিয়া (৪৫), আব্দুল মালেকের ছেলে আজিজুর রহমান (৩৫), আব্দুল হকের ছেলে বকুল মিয়া (৩৫), আব্দুশ শাহিদের ছেলে আব্দুল জিলাল (৩২)।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে, সামান্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com