বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। বৃহস্পতিবার দুপুরে একটি বিশেষ বিমানে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন তিনি। মঙ্গলবার কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায় এসেছিলেন। বাংলাদেশে অবস্থানকালে কুয়েতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এ সময় উভয় দেশের মধ্যে চারটি চুক্তি সই করা হয়।