শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মধ্যে প্রত্যাহারের শেষ দিনে দিরাই-শাল্লা উপজেলায় মোট ১২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১২ মে ২০১৬ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রার্থীদের মধ্যে প্রত্যাহারের শেষ দিনে মোট ১২ জন তাদের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সূত্র জানায়, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী মাহবুব বক্ত চৌধুরী, রাজানগর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীতপ্রার্থী মোঃ আব্দুর রউফ তালুকদার ও শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী কাজল কান্তি চৌধুরী। এছাড়া দিরাই উপজেলায় সাধারণ সদস্য পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১ জন এবং শাল্লা উপজেলায় সাধারণ সদস্য পদে ২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।