রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
উত্তাল পদ্মার ঢেউয়ের তোরে বালু ভর্তি ২ টি ব্লাকহেড ডুবে ৫৮ শ্রমিকের মধ্যে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও রয়েছে ৩২ জন। শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের শয়তানখালি এলাকা থেকে নারায়ণগঞ্জের বক্তাবলি এলাকায় যাওয়ার পথে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড (প্রকল্প এলাকায়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তীরে উঠা যাত্রীদের সাথে কথা বলে উদ্ধার তৎপরতা চালায়। তিনি জানান, ৫৮ জন শ্রমিকের মধ্যে ২৪ থেকে ২৬ জন শ্রমিক তীরে উঠতে সক্ষম হয়েছে। আরো ৩২ থেকে ৩৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিস ও ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। ইতি মধ্যে ফায়ার সার্ভিসের ১টি টিম মাওয়া এসে পৌঁছেছে।