শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ধর্মপাশা উপজেলার পাইকরহাটি ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আরো প্রায় ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার রাতে বেকইজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র দুই মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে। এসময় কোহিনুর মিয়া (১৮) নামে এক যুবক মারা যান। তার বাবার নাম সামছুল হক। বেকইজোরা গ্রামে তাদের বাড়ি। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।