সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: মোটর সাইকেল বের করা নিয়ে দুই যুবকের কথা কাটাকাটির পর এখন এটি রূপ নিয়েছে বড় ধরণের সংঘর্ষে। ১০ জুন শুক্রবার উভয়পক্ষের দেশীয় অস্ত্র মহড়ায় সেই আলামতই পাওয়া যাচ্ছে। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার দিরাই পৌরসভার সেন মার্কেটের সামন থেকে মোটর সাইকেল বের করা নিয়ে চণ্ডিপুর গ্রামের আব্দুল গণির ছেলে মুজিবুর রহমান (২৫) ও পৌরশহরের সুজানগর গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে বিপ্লবের (১৯) মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সংঘবদ্ধ হয়ে চণ্ডিপুরের কিছু লোক সুজানগরের আব্দুছ ছত্তার মিয়ার বাসায় আক্রমণ করে বসে। এ নিয়ে উভয় গ্রামেই করণীয় নিয়ে বৈঠক বসে। আপোষ-মিমাংসার পরিবর্তে তা সংঘর্ষের মতো ঘটনার দিকে ধাবিত হতে থাকে। ১০ জুন জুমআর পর থেকেই দিরাই বাজার থমথমে ভাব শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকেল বেলায় সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলো শাহীন আলম (৩৫), আলানুর (২৫), মহিবুদ্দিন (২৭), রঞ্জু দাস (৪০), সুজাত মিয়াসহ (২৫) অনেকেই দিরাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের সতর্কতার কারণে বড় ধরণের কোন সংঘর্ষ হয়নি। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবারের সংঘর্ষে ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসি মুখোমুখি অবস্থান করেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল ও ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।