মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ব্রিটিশ পুলিশে মুসলিম নারীদের জন্য হিজাব

ব্রিটিশ পুলিশে মুসলিম নারীদের জন্য হিজাব

british-hijabআমার সুরমা ডটকম ডেক্সব্রিটিশ পুলিশের চাকরির প্রতি আকৃষ্ট করতে মুসলিম নারী পুলিশদের জন্য বিশেষ ধরনের হিজাবের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে বাহিনীটি। মূল পোশাকের বাড়তি অংশ হিসেবে এ হিজাব পরা যাবে। এ হিজাবে মাথা ও গলা ঢাকা যাবে কিন্তু চেহারা উন্মুক্ত থাকবে। যারা এ ধরনের ধর্মীয় পোশাক পরতে আগ্রহী তারা সিনিয়র অফিসারদের অনুমোদন নিয়ে তা পরতে পারবেন। ব্রিটেনের পুলিশ বাহিনী স্কটল্যান্ড পুলিশ পরিকল্পনা নিয়েছে তাদের জনবলে আরো কালো ও এশিয়ানের সংখ্যা বাড়ানোর। অবশ্য লন্ডন মেট্রোপলিটন পুলিশ আরো দশ বছর আগেই ইউনিফর্মের অংশ হিসেবে হিজাবের অনুমোদন দিয়েছে।
এক হিসাবে দেখা গেছে, ২০১৫-১৬ সালে এ চাকরির জন্য মাত্র ১২৭ জন কালো, এশিয়ান ও সংখ্যালঘু দরখাস্ত করেছেন। আনুপাতিক হারে এ সংখ্যা মাত্র ২.৬ শতাংশ। ব্রিটেনের জনসংখ্যা ৪ শতাংশ এসব জনসংখ্যার জন্য আরো ৬৫০ জন সংখ্যালঘুকে চাকরি দেয়ার পরিকল্পনা করেছে স্কটল্যান্ড পুলিশ। ইসপ এন বেল নামক পুলিশের একজন সদস্য জানিয়েছেন, আজ থেকে ১০১ বছর পূর্বে ব্রিটেনের পুলিশে প্রথম নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছিল। ‘পুলিশ স্কটল্যান্ড এখন বাস্তবেই নারীদের আগ্রহ দিচ্ছে যেন তারা এ বাহিনীতে যোগ দেন এবং অফিসার পদে উন্নীত হন।’ ‘আশা করা হচ্ছে যেসব গোত্র থেকে কখনো এ পেশার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হয় না, তারাও এখন এ ব্যাপারে আগ্রহী হবেন।’

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com