শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জাতীয়পার্টির এমপি পীর ফজলুর রহমান বলেছেন, গত সাত বছরে আর্থিক সেক্টর তছনছ হয়ে গেছে। সাত বছরে ৩০ হাজার কোটি টাকা কিছু সিন্ডিকেটের মাধ্যমে লুণ্ঠন করা হয়েছে। কিন্তু কোনো বিচার করা হয়নি। সোমবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয়পার্টির এ এমপি বলেন, পুঁজিবাজার থেকে ১৫ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, নিঃস্ব হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীরা। কাউকেই বিচারের আওতায় আনা হয়নি। এসব লুণ্ঠনকারীর হাত রাষ্ট্রের চেয়ে লম্বা হতে পারে না। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হত্যার উৎসব হয়েছে। মনোনয়নবাণিজ্যের কারণে গুলিবিদ্ধ নির্বাচন হয়েছে।